নিজেস্ব প্রতিনিধি: ১৬ এপ্রিল ২০২৫ বিকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের আলুটিলা পূর্নবাসন পাড়া পরিদর্শন করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আলুটিলা পুনর্বাসন এলাকায় সম্প্রতি ১৪ মার্চ ২০২৫ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে ৪৬ টি ঘর ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সর্বমোট ৪৭ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
স্থানীয়দের দাবি, ঝড়ের কারণে অনেক পরিবার বৈসু উৎসব পালন করতে পারেনি এবং খাদ্য সংকটে পড়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সহায়তা প্রদানের করা হয়েছে।
Leave a Reply