গাজীপুর মহানগরীর পূবাইল ৩০ বোতল বিদেশী মদ সহ আটক ২
নিজেস্ব প্রতিনিধি: গোপন সংবাদ এর ভিত্তিতে ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার গভীর রাতে ৩০ বোতল বিদেশী মদ সহ ২ যুবককে গাজীপুর মহানগরীর পূবাইলের তালটিয়া রাবেয়া পাম্প এলাকা থেকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
পুবাইল থানা পুলিশ সূত্রে জানা জানান যে, পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে মাদকের এ চালানটি সিমান্তবর্তী সিলেট এলাকা থেকে পূবাইল এনে বিক্রি করতে চেয়েছিল এই চক্রটি।
এ চক্রের আটককৃত দুইজন হলেন, ঢাকা জেলার দক্ষিণখান থানার মুন্সুর আলীর ছেলে সোহেল (৪৮), অপরজন হলেন নাটোর জেলার লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন( ৩৫)
পুলিশকর্তৃক জব্দকৃত মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা,পূবাইল থানার অফিসার ইনচার্জ এস এম আমিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক কারবারির নামে নিয়মিত মাদক মামলা রুজুর শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে, মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের জিরু টলারেন্স নীতিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply