ডেস্ক নিউজ:
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ২৩ বিজিবি আওতাধীন দুস্থ ও অসহায়দের মাঝে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকৎসা সেবা প্রদান করা হয়েছে। একই জেলার গুইমারা উপজেলার বিজিবি হাসপাতালের সহযোগিতায় ও যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) `র আয়োজনে ২৬ নভেম্বর শনিবার দিনব্যাপি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গ্রীনহীল কলেজ মাঠে পাহাড়ি-বাঙ্গালী দুস্থ অসহায়দের চিকিৎসা সেবা ও শীত বস্ত্র প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ জনসাধারণের বাস্তব জীবন ধারা স্বচক্ষে অবলোকন ও অনুধাবন করে লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম জোন কমান্ডার ২৩ বিজিবি এ পদক্ষেপ গ্রহন করেন। এ সময় মা ও শিশুরোগ বিশেষজ্ঞ লে: কর্নেল নাজমুল হাসান এফসিপিএস, গাইনি বিশেষজ্ঞ মেজর উম্মে হাবিবা ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিকুর রহমান পাহাড়ি,বাঙ্গালী সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। তাহাদের একই মহতী উদ্যোগে ১ হাজার এর অধিক লোককে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পাশা পাশি ৩ হাজার এর অধিক শিশু ও বৃদ্ধ লোকের মাঝে শীতবস্ত্র ছাড়াও কম্বল,নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
এসময় জোন কমান্ডার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম ,সুবেদার মেজর জাহিদুল ইসলাম, সুবেদার সফিকুল ইসলাম
বর্ণাল ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াছ হোসেন, গ্রীনহীল কলেজের অধ্যক্ষ্য জাকির হোসেনসহ বিজিবির পদস্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, বিজিবি সীমান্তে সাধারণ মানুষের সাথে আছে। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করছে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদে (বিজিবি )। তারই ধারাবাহিকতায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের পক্ষ থেকে সাধ্যমত শীতবস্ত্র বিতরণ এবং নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতে বিজিবির এ ধারা অব্যাহত থাকবে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।