নিজেস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এইবারের হজ যাত্রায় ২৭ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১১ হাজার ৬০ জন যাত্রী। এর মধ্যে মক্কা পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ জন।
বৃহস্পতিবার দুপুরে রেডিও টুডেকে হজ পরিচালক লোকমান হোসেন এসব তথ্য জানিয়ে নিশ্চিত করেছেন । তিনি জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে সৌদি দূতাবাসে যোগাযোগ করেছে বাংলাদেশ।
তিনি আরো বলেন, টিকিট পেলেও এখনও ভিসা জটিলতায় আটকে আছে ২৩ জন হজ যাত্রী। ভিসা পাননি ১৬ হাজার ২৬১ জন। এখনো বাংলাদেশের হজ্জ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে নানান ভাবে। হজ্জ কতৃপক্ষের আচ্ছাস বাকিদের ও ভিসা জটিলতা থাকবে না। দ্রুত এ সংকট কেটে যাবে বলে তিনি আশা করেন।
রোড টু মক্কায় দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় ভোগান্তি কমে যাওয়ায় সন্তুষ্টি জানান মুসল্লিরা। তবে সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক সচল থাকলেও অন্যান্য দিনের তুলনায় বাংলাদেশিরা কম ভিসা পেয়েছে।এবার আল্লাহর ঘরের মেহমান হয়ে যারা মক্কায় যাচ্ছেন, তারা সকলে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া চাইবেন বলে মন্তব্য করেন।
Leave a Reply