নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে এবং দোষীদেরকে অর্থদণ্ড প্রদান করেছে।
শনিবার বিকালে উপজেলায় নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র র্যাব-১১ এর সহযোগীতায় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় ২ লক্ষ মিটার ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ করে এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে ও নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ করার অপরাধে দোষীদেরকে অর্থদণ্ড প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।