নিজস্ব প্রতিনিধি:ঢাকার দোহার ও নবাবগঞ্জ ও দোহার উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় নবাবগঞ্জের আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক গনপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী টিপু, আওয়ামীলীগ নেতা কাজী শওকাত শাহীন, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, বিআরডিবি’র চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নেতা পলাশ চৌধুরী, জাহিদ হায়দার উজ্জল, আশ্রাফুজ্জামান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, সাইফুল বাড়ি শান্ত, দিপ্ত দেওয়ান। প্রধানমন্ত্রীর জন্মদিনে নবাবগঞ্জ উপজেলা ও ডিএন কলেজ শাখা ছাত্রলীগ একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে।
একই দিন দোহার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দোহার উপজেলা ছাত্রলীগ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করে। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান, উদয়ন হোসেন প্রমূখ।
Leave a Reply