নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলালপুর গ্রামে গতকাল বুধবার রাতে পিংকি আক্তার লাখি (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর সংবাদ জানিয়েন তার স্বজনরা। মৃত লাখি উপজেলার পুরাতন বান্দুরা এলাকার মো. আলী বেপারীর মেয়ে। পরিবারের দাবি লাখিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে লাখি’র বড় ভাই রানা বেপারী জানান, রাত ১১ টা ২০ মিনিটে লাখির স্বামী ফাহিম সিকদার (২২) আমার বোন আফরোজা আক্তার রানী’র কাছে মোবাইলে ফোন করে জানায়, লাখি মারা গেছে। এই সংবাদ পেয়ে আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা আলালপুর লাখির স্বামীর বাড়িতে পৌছে দেখি মৃত লাখির লাশ খাটে পড়ে রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
এই বিষয়ে নবাবগঞ্জ থানার এস.আই মহিদুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply