নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আয়নাল মোল্লা (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের আজগড়া চকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল মোল্লা আজগড়া গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে। শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন বিষয়টি শুনেছেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে আজগড়া চকের জমিতে পাতা কপির চারা রোপন করছিলেন আয়নাল মোল্লা। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে এতে আয়নাল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিমা আফরোজ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।