বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগ নবাবগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সোমবার বিকালে ঢাকার নবাবগঞ্জের দৌলতপুরে অবস্থিত কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকাজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন,
একদিন বাংলাদেশ তলাবিহিন ঝুড়ি ছিলো। আজ সেটা অতীত। জীবনের মায়া ত্যাগ করে নীরবে শত যন্ত্রণা সয়ে, নিজের সকল আশা-আকাঙ্খা বিসর্জন দিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে এক সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তুলছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা।
নানা প্রতিকূলতা এবং ঘাত-প্রতিঘাত পেরিয়ে তিনি জনগণের নেতা হয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে। পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী অর্থনীতিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির আক্রমণ সত্ত্বেও দেশ আর্থ-সামাজিকভাবে আরও এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। করোনার কারণে ধাক্কা খেয়েছে দেশ, সেই ধাক্কা সামলে দেশ আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে।বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগ নবাবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ফারুক মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমযান আলীর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ও জেলা কৃষকলীগ নেতা নাসির উদ্দিন, আওয়ামীগ নেতা মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা মইনুল হক পিলু, যুবলীগ নেতা আজহার আহমেদ বাবুল, মুরাদ মিয়া, ছাত্রলীগ নেতা পারভেজ মোশারফ, নবীনুর হোসেন, মাসুদ হাসান সুজন, রিয়াজুল হক রিয়াজ, মৎসজীবিলীগ নেতা ইসমাইল হোসেন, মো. মিজান প্রমূখ।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।