নিজেস্ব প্রতিবেদক:
বাংলার মেহনতি মানুষ এক হও এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা শাখা ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে একটি রেলি ১২ই অক্টোবর ২০২৩ সকাল ১০.৩০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে শুরু করে মাটিরাঙ্গা প্রধান, প্রধান সড়ক প্রধিক্ষণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
রেলি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার নবনির্বাচিত সম্মানিত সভাপতি মোঃ আব্দুস সোবাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক বাবু সুভাষ চাকমা। তিনি বলেন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র থেমে নেই। আগামী দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশবিরোধী ষড়যন্ত্র করার চেষ্টা চলছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (পিসি), জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. জয়নাল হাজারী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুয়ার বেগম, জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।