নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকার দোহার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহষ্পতিবার (৮ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়। ‘মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যে সারাদেশে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দোহারে এ কর্মসূচি পালিত হয়। দোহার উপজেলা ভূমি অফিস এবং দোহার সদর ইউনিয়ন ও কুসুমহাটি ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল। এসময় তার সাথে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র-সহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান : অ্যাডভোকেট আফছার হোসেন
সম্পাদক : মোঃ মাসুদ রানা
প্রধান কার্যলয় :
জহির বিল্ডিং (২য় তলা) বেগম টেড্রার্স এর পার্শে,
মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।