ডেস্ক নিউজ:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল মেলা উপলক্ষে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার মোতাছেম বিল্যাহ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর ২০২২) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে উক্ত ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। উক্ত আয়োজনটি গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে বেলা ৩ ঘটিকার সময় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা উঙ্কার বিশ্বাস, গুইমারা থানার সাব-ইন্সেপেক্টর জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন জয়নাল আবেদীনসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ষোলটি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান মনষ্ক প্রেজেন্টেশন এর জন্য সনদপত্র এবং পুরষ্কার বিতরণ করা হয়। ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে প্রাইমারি শিক্ষা অফিস, দ্বিতীয় হয়েছে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং তৃতীয় হয়েছে সোনালী ব্যাংক, গুইমারা শাখা। উক্ত বিজয়ীদের মাঝে অনুষ্ঠানেন প্রধান অতিথি সম্মাননা স্বারক তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক হিসাবে গড়ে তুলতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply