নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বান্দুরা মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে৷ এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকার আশরাফুল ইসলাম (২৬) এবং অনিক (২৮)।
জানা গেছে, নবাবগঞ্জের টিকরপুর এন মল্লিক পেট্রোল পাম্পের পাশে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলটি আসছিল এবং কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply