নিজেস্ব প্রতিনিধি: আজ ০৭ ই মে ২৫ ভারতের গুজরাট থেকে মুসলিম ধর্মাবলম্বী লোকজন নিধনের পরিকল্পনা মতে সেখানের মুসলিম ধর্মাবলম্বী লোকজনদের শারিরীক নির্যাতন করাসহ দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।
মুসলিম লোকজনদের ধরে মারধর করে মুখে কাপড়বেদে বিমান, হেলিকপ্টার ও বিভিন্ন গাড়ী যোগে বাংলাদেশ সিমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে push back করা হচ্ছে।
এ সংবাদ লেখা সময় পর্যন্ত জানাযায় খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলার অর্ন্তরগত শান্তিপুর, তাইন্দং ও পানছড়ি উপজেলা সীমান্ত দিয়ে ৬৬ জন নারী, পরুষ ও কচি কাচা ছেলে/মেয়ে বাচ্চাদের ভারতী বিএসএফ বাংলাদেশে জোরপূর্বক push back করেছে।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শান্তিপুর ক্যাম্প এ সংক্রান্ত তর্থ্য উর্ধতন কর্মকর্তাদের মতামত ও বিষয় টির উপর সকল তর্থ্য পাওয়ার পরবর্তীতে জানাবেন বলে আশ্বাস প্রদান করেন।
Leave a Reply