নিজেস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস শান্তি পরিবহন উল্টে মাসুদ রানা (২৮) নামে এক যাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে সাপমারা (ময়লা টিলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদের বাড়ি গাজীপুরের তোয়ালাতপুরে। পেশায় ঠিকাদার বলে জানা গেছে।
আহতদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তানবীর(২৮) নামে একজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ৬জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অপর দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
গাড়ির যাত্রী ভোলার ইউসুপ বলেন, গাড়িটি সন্ধা ৬টায় দীঘিনালা হতে ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে। গাড়ির ড্রাইভার সিগারেটের ভিতর কি যেন ডুকিয়ে খেল। এর পর থেকে এলোমেলো ভাবে গাড়ি চালায়।
রাত ৮টার দিকে আলুটিলার সাপমারা (ময়লা টিলা)এলাকায় টিলা নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মারাত্মক দূর্ঘটনা ঘটে।।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি )মো: তানভীর হাসান বলেন, খবর পেয়ে পুলিশ,ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে আনার ব্যবস্থা করেন।
মোকাইল: ০১৫১৮-৩৬৮৪৭৮
তারিখ: ১৫ অক্টোবর/২০২৩ইংl
Leave a Reply