নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ এবং জাল পুড়িয়ে ধ্বংস করেছে দোহার উপজেলা প্রশাসন। জানা যায়, উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নারিশা ডাকবাংলো এলাকায় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
আজ মঙ্গলবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের ফারুক হোসেনের বাড়িতে প্রশাসন অভিযান চালিয়ে আনুমানিক ১লক্ষ মিটার ইলিশ ধরার কারেন্ট জাল মজুদ পায়। পরে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ক ধারার অপরাধে সমস্ত কারেন্ট জাল জব্দ ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জব্দকৃত কারেন্টজাল নারিশা ডাকবাংলোর সামনেরে ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা মৎস কর্মকর্তা লুতফর নাহার ও দোহার থানা পুলিশ ফোর্স।
Leave a Reply