নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপি-৩ এর আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঝনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় মো. আলমগীর হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উদ্যোগেই দেশ এগিয়ে যাচ্ছে। জননেএী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের কেউ না খেয়ে মারা যাবে না। আপনারা সকলে জননেএী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে লম্বা একটা হায়াত দান করেন।’
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। আরো উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী।
Leave a Reply